দেশে কথা বলা যাবে না, প্রতিবাদ করাও যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “গত ১৪ বছরে দেশের করুণ পরিস্থিতি। সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা দেওয়া হয়।”
শনিবার (২১ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় চত্বরে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “মিছিল-মিটিং ও সভা সমাবেশ করা যাবে না। তাহলে আমরা এ দেশটাকে স্বাধীন করেছিলাম কেন? দেশে জজ ব্যারিস্টার ও এমপি-মন্ত্রীদের যেমন অধিকার, আমারও তেমন অধিকার। আমরা ঠিক করেছি হারিয়ে দেওয়া নির্বাচনে যাব না।”
ফখরুল আরও বলেন, “আওয়ামী লীগের গণতন্ত্র মানে চুরি করার, লুট করার, টাকা পাচার করার, মানুষকে হত্যা করার গণতন্ত্র। এ দেশটাকে আওয়ামী লীগের দেশ বানাতে চায়। সেটা আমরা হতে দেব না। এ লক্ষ্যেই আমরা আন্দোলন শুরু করেছি।”
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।