• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছাদবাগানে গাঁজা চাষ, কেয়ারটেকার গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০২:২৭ পিএম
ছাদবাগানে গাঁজা চাষ, কেয়ারটেকার গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিল্ডিংয়ের ছাদে গাঁজা গাছ চাষ করার অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম (৪০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মংগলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাড়ির মালিক আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে বাড়িতে থাকেন না। কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির সবকিছু দেখাশোনা করতেন। ভবনের মালিক ও তার পরিবারের অনুপস্থিতিতে সিরাজুল ছাদে গাঁজা চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর গাঁজা গাছসহ সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Link copied!