• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০১:০১ পিএম
বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় টুটুল দত্ত (২০) নামের এক পান-সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের দেবীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল একই উপজেলার ভারাইপাড়া দক্ষিণ নগর এলাকার কেশব দত্তের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে টুটুল দত্ত তার মোটরসাইকেল নিয়ে সৈয়দপুরে যাচ্ছিলেন পান-সুপারি কিনতে। পথে দেবীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় টুটুলের।

পুলিশ আরও জানায়, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!