• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুদের টাকার চাপে ব্যবসায়ীর আত্মহত্যা


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১১:০৫ এএম
সুদের টাকার চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় সুদের মহাজনের চাপে চিরকুট লিখে সিরাজুল ইসলাম সুরুজ নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হলিধানী গ্রামে এ ঘটনা ঘটে।

সুরুজ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।

চিরকুটে সুরুজ লিখেছেন, “সুদখোরদের অত্যাচারে বাঁচতে পারলাম না।”

সুরুজের স্ত্রী সবুরা খাতুন বলেন, “আমার স্বামী দীর্ঘদিন সৌদিতে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে হলিধানী বাজারে একটি কনফেকশনারির দোকান দেন। পরে হঠাৎ করে দুই ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়লে দোকান ছেড়ে দেন। এর মাঝে অনেক পাওনাদার তাকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার এক পাওনাদারের ফোনে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আমার বাবার বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ওসি সোহেল রানা বলেন, “শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” 

Link copied!