• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

বিএসএফের তারকাঁটার বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৯:২৮ পিএম
বিএসএফের তারকাঁটার বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দিনাজপুরের হিলি সীমান্তে তারকাঁটার বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিয়েছে। সীমান্তের আন্তর্জাতিক যে আইন নোম্যান্স ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না, সেটি না মেনেই তারা সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় কাজ শুরু করেন। ঘটনাটি বিজিবির দৃষ্টিগোচর হলে তারা বাধা দেয়। এতে দুই বাহিনীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২২ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

এ সময় সীমান্তে দুই বাহিনীর পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়। পরে এ নিয়ে দুই বাহিনীর পতাকা বৈঠক হয়। পরে তারা কাজ বন্ধে রাজি হলে পরিস্থিতি শান্ত হয়। সীমান্তের ওই স্থানে দুই বাহিনীর মাঝে ১০ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কাজ বন্ধের কথা বলা হলে বিএসএফ সম্মত হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমান্তে আমাদের না জানিয়ে বিএসএফ তারকাঁটার বেড়া নির্মাণের কাজ করছিল। এ সময় আমরা বাধা দিয়েছিলাম। পরে আমাদের সেক্টর কমান্ডার ও বিএসএফের ডিআইজির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তারাও সেই কাজ বন্ধের কথা বলেছে। পরে এ নিয়ে সীমান্তে তাদের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়। সেখানেও কাজ বন্ধের জন্য আমরা বলেছি। এ সময় তারা কাজ বন্ধের বিষয়ে সম্মত হওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে।”

Link copied!