চাঁদপুরে প্রেমিকা মোবাইল নম্বর ব্লক করায় মো. আহসান হাবিব (১৮) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ আগস্ট) শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বটুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহসান হাবিব একই এলাকার আমান উল্ল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে পার্শ্ববর্তী দেবকরা গ্রামের লদের বাড়ির সাথী নামের এক স্কুলছাত্রীর সঙ্গে হাবিবের পরিচয় হয়। পরে মোবাইলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (১৪ আগস্ট) হঠাৎ করে আহসানের সঙ্গে সাথীর বিবাদ হয়। এ ঘটনায় রাতেই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হাবিব।
আহসানের বড়বোন শারমীন আক্তার রুনু বলেন, “ওই রাতে সাথী ফোন নম্বর ব্লক করে দেওয়ায় হুমকি দিলে আমার ভাই আহসান আত্মহত্যা করে।”
ওসি মো. শহীদ হোসেন বলেন, “মরদেহ উদ্ধারের পর চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।”