• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চোখ বেঁধে নেওয়ার তিন ঘণ্টা পর মিলল মরদেহ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ১০:৩১ এএম
চোখ বেঁধে নেওয়ার তিন ঘণ্টা পর মিলল মরদেহ

রাজশাহীতে এরশাদ আলী দুলাল (৪৫) নামের এক গ্রাম্যচিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকার শমির উদ্দিনের ছেলে। সেখানে তিনি হোমিও চিকিৎসা দিতেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি মাইক্রোবাস নিয়ে এসে চোখ বেঁধে তাকে নিয়ে যায়। এর তিন ঘণ্টা পর সিটিহাট এলাকায় একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে আলামত সংগ্রহ করার জন্য সিআইডিকে বলা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!