• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিখোঁজের দুদিন পর ধানক্ষেতে মিলল বস্তাবন্দী মরদেহ


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৯:০৬ পিএম
নিখোঁজের দুদিন পর ধানক্ষেতে মিলল বস্তাবন্দী মরদেহ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিখোঁজের দুই দিন পর শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বারইটারি এলাকার কালী মন্দিরের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিন আলম মাজারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শাহিন আলম দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। শাহিন নিখোঁজ হওয়ার আগে তার ব্যবহৃত মোবাইলটি ফোন হারিয়ে যায়। ফোনের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে বারইটারি এলাকার কালী মন্দির এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, শাহিন আলমের মা স্থানীয় এনজিও এসডিএফ এর একটি প্রকল্পের সভাপতি। তার ব্যবহৃত ফোনে মায়ের নামে প্রকল্পের টাকা লেনদেন হতো। টাকার লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোরশেদুল হাসান বলেন, শাহিন আলমের নিখোঁজ হওয়ার ঘটনায় শনিবার (১৪ অক্টোবর) রাতে ভুরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়। পরে রোববার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে শাহিনের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!