দিনাজপুরের বিরলে একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুই ভাই হলেন রিমন (৭) ও ইমরান (৩)। তারা পৌরসভার শংকরপুর ঘোড়ানীর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
শিশু দুটির দাদা রফিকুল ইসলাম সংবাদ প্রকাশকে জানান, শিশু দুটির বাবা-মায়ের সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়। তারা দাদা-দাদির কাছে থাকত। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শরিফুল ঢাকা থেকে ফিরে দুই সন্তানকে শীতের পোশাক কিনে দেওয়ার কথা বলে নিয়ে যান। এরপর শরিফুল আর সন্তানদের নিয়ে বাড়ি ফেরেননি। এ সময় শরিফুলের ফোনও বন্ধ পাওয়া যায়।
রফিকুল ইসলাম আরও বলেন, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে শরিফুল ফোন করে তার ভাবিকে ফোন করে বলেন, “রিমন ও ইমরানকে পেতে হলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসতে হবে। তারা দুজনেই স্কুলে ঘুমিয়ে আছে।” পরে সেখানে গিয়ে শিশু দুটির মরদেহ পাওয়া যায়। এর পর থেকে শরিফুল পলাতক।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করতে ইতিমধ্যেই কাজ করছে পুলিশ। তাদের বাবাকেও খোঁজা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।







































