• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ১০:৩৯ এএম
নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ৮ কর্মীর বিরুদ্ধে পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগপত্র দাখিল করেন রুকিন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার।

অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচনে প্রচারণা চলাকালে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ২,৩,৫,৬,৭ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের নৌকা প্রতীকের পোস্টার ২৪ জনের মতো দুষ্কৃতকারী পোস্টার ছিঁড়েছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল।

অভিযোগকারী রুন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার বলেন, দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে।

অভিযোগপত্রে আক্কেলপুর উপজেলার পূর্ব মাতাপুরের মৃত খোকা মিয়ার ছেলে রফিকহল ইসলাম, পশ্চিম আউয়াল গাড়ির আব্দুস সাত্তারের ছেলে জুয়েল হোসেনের নামসহ মোট ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মনজুরুল আলম বলেন, আচরণবিধি লঙ্ঘণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!