স্বাধীনতাবিরোধী কারও বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, “বিএনপি মিথ্যাচার করে অভ্যস্ত বলেই বারবার মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন মির্জা ফখরুল সাহেবরা।”
শনিবার (১৬ সেপ্টেম্বর) কুষ্টিয়ার শিল্পকলা অ্যাকাডেমিতে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত জেলার ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, “দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াত চক্র যেন কোনোভাবেই নাশকতা করে ব্যাহত করতে না পারে। সেজন্যই শান্তি সমাবেশের মাধ্যমে সতর্কতা সৃষ্টি করছে আওয়ামী লীগ।”
এসময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।