• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ১১:৩৭ এএম
ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছালাভরা নামক স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে সেখানে পুলিশ গেলে তারা মহাসড়ক থেকে অন্যত্র চলে যান।

অবরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জানান, কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে বাস্তবায়ন করবে। পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।

এদিকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কালীগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে।

Link copied!