• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

রংপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের ঢল


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০২:১৮ পিএম
রংপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের ঢল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রংপুরে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দলীয় সংগীতের মধ্যে দিয়ে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলটির জেলা কার্যালয়ের সামনে এ গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। গণঅবস্থান কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত।

ইতোমধ্যে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, সদ্য পদত্যাগ করা এমপি হরুনর রশীদ,  রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরা। গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

সকাল থেকে গণঅবস্থান কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। অবস্থান কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতা-কর্মীদের ঢল। সড়কের একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল।

এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে নগরজুড়ে সমাবেশসহ বিভিন্ন সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Link copied!