• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি-জামায়াতের হরতাল, ফেনীতে তিন পিকেটার আটক


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৪:৫৭ পিএম
বিএনপি-জামায়াতের হরতাল, ফেনীতে তিন পিকেটার আটক
ছবি : সংবাদ প্রকাশ

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে পিকেটিং করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) ফেনী-সোনাইমুড়ী সড়কের বিরলী এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে গিয়ে শাকিব নামে একজনকে আটক করে পুলিশ। শাকিব পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর এলাকার আবুল কালামের ছেলে। এছাড়া জেলার ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বাজারে গাড়ি ভাঙচুর করতে চাইলে আরিফ (৩৪) ও জাকির হোসেনকে (২৫) আটক করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, এর আগে তারা একটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, হরতালের আগের দিন রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে।

Link copied!