সীমান্তে জীবননাশের শঙ্কা, সতর্কতা জারি বিজিবির


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৮:৪৩ পিএম
সীমান্তে জীবননাশের শঙ্কা, সতর্কতা জারি বিজিবির
সীমান্তে তৎপর বিজিবি। ছবি : সংগৃহীত

জীবননাশের শঙ্কায় সাতক্ষীরা সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি। মঙ্গলবার (১ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা রয়েছে। তাই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণ-হানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকা জরুরি।  

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতিকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে বিজিবি।

Link copied!