• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

নগরের প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:২৪ এএম
নগরের প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা

নগরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সব অবৈধ যানবাহন চলাচলকে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।  

সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সব অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এ-সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।

Link copied!