• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৯:০৫ পিএম
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
নিহত শাছমুদ্দিন খান। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাছমুদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১২ এপ্রিল) হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে স্থানীয় সময় রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাছমুদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের খান বাড়ির মৃত মোখলেছুর রহমান খানের ছেলে। এলাকায় তিনি শামছু খাঁন নামে পরিচিতি ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শামছু খান দীঘদিন ধরে প্রবাসে ছিলেন। সৌদি আরব সময় রোববার বিকেলে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার উদ্দেশে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল বলেন, “শামছু খানের মা, দুই স্ত্রী এবং প্রথম স্ত্রীর দুটি কন্যা সন্তান রয়েছে। সোমবার সকালে তার প্রথম স্ত্রীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে তিনি সৌদি আরবের কোন শহরে থাকতেন, সেটা তারা জানাতে পারেনি।”

শামছু খানের মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের লোকজন সরকারের প্রতি আকুতি জানিয়েছেন বলেও জানান তিনি।

Link copied!