• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৭:৩০ পিএম
কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মানিক মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মোত্তালিব মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে রৌমারী থানা পুলিশ।

এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

নিহত মানিক মিয়া উপজেলার বেহুলার চর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

স্থানীয় বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে মানিক মিয়া শৌলমারী ইউনিয়নের বেহুলার চরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি যান। এ সময় গরু পাচারকারী সন্দেহে বিএসএফ গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ প্রায় ২ ঘণ্টা পড়ে থাকার পর পরিবারের সদস্যরা উদ্ধার করে ইউপি সদস্য মোত্তালিব মিয়ার বাড়িতে রাখেন।

ইউপি সদস্য ময়েজ উদ্দিন বলেন, “মানিক মিয়ান বুকে দুটি গুলি লেগেছে। পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরে বিস্তারিত জানানো হবে।”

এ বিষয়ে জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ্ আল মাশরিকী বলেন, “আমরা খোঁজ-খবর নিচ্ছি। বাংলাদেশি মানিক মিয়া বিএসএফের গুলিতে নিহত হয়ে থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।” 

Link copied!