নোয়াখালীতে হরতালের দ্বিতীয় দিনেও মাঠে আওয়ামী লীগ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০২:৪৮ পিএম
নোয়াখালীতে হরতালের দ্বিতীয় দিনেও মাঠে আওয়ামী লীগ

নোয়াখালীতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরে অবস্থান নিয়ে হরতালবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। 

এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, হরতালে জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল, দোকানপাট, অফিস-আদালতে কর্মজীবন ছিল স্বাভাবিক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!