বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৫০) নামে এক উপজেলা আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় তার ছেলে মমেত হাসান গুরুতর আহত হন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার সাজাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। খলিলুর রহমান সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ব্যাংক কর্মকর্তা। হতাহতরা সদরের উলিপুর পল্লী মঙ্গল এলাকার বাসিন্দা।
মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুর হাসান বলেন, “আমরা মরদেহ শজিমেকের মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আর পরিবারের সদস্যরা এলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
খলিলের দলীয় পরিচয় নিশ্চিত করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ বলেন, “মোবাইলে ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































