• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১১:১৭ এএম
পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৮) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ইব্রাহিম হোসেন উপজেলার কালিকাপুর আজমপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ইব্রাহিম হোসেন কিছুদিন আগে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন। হঠাৎ তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Link copied!