• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ছাত্রদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৮:১৮ এএম
ছাত্রদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহসিন মর্তুজা চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে র‍্যাব সদস্যরা উপজেলার উত্তরকুল গ্রামের বাড়ি থেকে মহসিনকে গ্রেপ্তার করেন। পরে রাত ৮টার দিকে তাকে জকিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহসিন মর্তুজা বারঠাকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় জকিগঞ্জে হওয়া এক মামলায় মহসিন এজাহারভুক্ত আসামি। সোমবার মহসিনকে আদালতে হাজির করা হবে।

Link copied!