• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৮:২৬ পিএম
ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আজমত আলী (৬৫) নামের এক সিএনজিচালিত অটোচালক নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই আজমত আলী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর পূর্বপাড়া গ্রামের মাজম ফকিরের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, আজ দুপুরে আজমত অটো নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজমত মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ ও অটোটি বাড়িতে নিয়ে যায়।
 

Link copied!