• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

রাজশাহীতে এবার অটোরিকশার ধর্মঘট


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০১:৪৮ পিএম
রাজশাহীতে এবার অটোরিকশার ধর্মঘট

রাজশাহীতে পরিবহন সমিতির পর এবার ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজিচালিত অটোরিকশাসহ থ্রি-হুইল এবং হিউম্যান হলার ও লেগুনা মালিক সমিতি। সকল সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্ট্রেশনের দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন তারা।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে তারা ধর্মঘট শুরু করেন।

রাজশাহী সিএনজিচালিত অটোরিকশা (মিশুক) মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইল এবং হিউম্যান হলার ও লেগুনা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচল করে। কিন্তু সকল সড়কে আমরা অবাধে চলাচল করতে পারি না। বাধা দেওয়া হয়। এছাড়াও নতুন অটোরিকশা কেনা হলে তার রেজিস্ট্রেশন করতে হয়রানির শিকার হতে হয়। এ কারণে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।

আহসান হাবিব আরও বলেন, “দুই দফা দাবির বিষয়ে বৃহস্পতিবার রাতে মালিক সমিতির যৌথ বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের ধর্মঘট শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।”

এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে রাজশাহী থেকে সকল যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন বন্ধ রয়েছে।

Link copied!