• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০, ১৫ শা'বান ১৪৪৬

মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক নিহত


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০২:৫১ পিএম
মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক নিহত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাছেদ মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাছেদ মিয়া দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক। তিনি নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাছেদ মিয়া ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

তবে তাৎক্ষণিক আহত যাত্রীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ৭টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে ঘোড়াশালের উদ্দেশে ফিরছিলেন বাছেদ মিয়া। পরে সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামীর যাত্রীবোঝাই একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিন যাত্রী সড়কে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে চালক বাছেদ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিয়ে ঢাকার দিকে রওনা হন স্বজনরা। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয় বাছেদ মিয়ার।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যান অটোরিকশার চালক বাছেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!