• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

সমন্বয়কদের ওপর হামলার চেষ্টা, মঞ্চ ভাঙচুর


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৪:১২ পিএম
সমন্বয়কদের ওপর হামলার চেষ্টা, মঞ্চ ভাঙচুর
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্টেজ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এ তথ্য জানান। ঘটনাটি ঘটেছে নাটোরে।

মাহিন সরকার বলেন, “আমাদের ১১টার প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছিল। পরবর্তীতে তিনটার প্রোগ্রামের স্টেজ ভেঙে ফেলেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল ৯টা থেকে সাড়ে ১০টায় নাটোর সদর উপজেলার দুই শহীদের কবর জিয়ারত, সকাল ১১টায় অনিমা চৌধুরী অডিটরিয়ামে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা। দুপুর সাড়ে ৩টায় জেলায় অবস্থিত সব কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র-নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মাহিন।

এদিকে নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, অনিমা চৌধুরী মিলনায়তনে নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকার সমন্বয়করা মতবিনিময় করছিলেন। দুপুর ১টার দিকে ছাত্রলীগের সাবেক কিছু কর্মী নিজেদের দাওয়াত না দেওয়ার কারণ জানতে চায়। পাশাপাশি তারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল দাবি করে মতবিনিময় সভায় হামলার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের প্রতিরোধে পালিয়ে যায় তারা।

Link copied!