• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৪:০৪ পিএম
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে গেলে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে ছাড়িয়ে নেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের গাড়াইল গ্রামে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা আবুল কালাম আজাদের বাড়িতে জমায়েত হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ আবুল কালাম আজাদের বাড়িতে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করেন। এ সময় নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং ধস্তাধস্তি করে আবুল কালাম আজাদকে ছাড়িয়ে নেন। 

পরে পাশের গাড়াইল ত্রিমোহন মসজিদের মাইকে একাধিকবার পুলিশকে প্রতিহত করার ঘোষণা দিলে এলাকার নারী পুরুষ লাঠিসোটা হাতে আবুল কালাম আজাদের বাড়ির দিকে আসতে থাকে। পরে পুলিশও অতিরিক্ত সদস্যদের নিয়ে এলে তারা পালিয়ে যান।

এ সময় পুলিশ সেখান থেকে মির্জাপুর থানার নাশকতা মামলার আসামি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন এবং গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশে আবুল কালাম আজাদের বাড়িতে জমায়েত হতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এসময় তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করেন। এ ঘটনায়  দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Link copied!