৩ ক্যামেরাম্যানের ওপর হামলা, আটক ১


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৯:৩১ পিএম
৩ ক্যামেরাম্যানের ওপর হামলা, আটক ১

বরগুনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন ক্যামেরাম্যান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ডিবিসি টেলিভিশনের ক্যামেরাম্যান আরিফুল ইসলাম রুবেল, এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরাম্যান শাহজালাল এবং মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান মো. সুজন মিয়া।

আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যান ডিবিসির প্রতিবেদক মালেক মিঠুসহ ওই সাংবাদিকরা। পরে রিপোর্টের জন্য ছবি নিয়ে ফেরার পথে স্কুলের ভেতর থেকে কয়েকজন লোক এসে তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে ডিবিসি টেলিভিশনের ক্যামেরাটি ভেঙে ফেলেন।

এসময় ঘটনাস্থলের অদূরে অবস্থান করায় হামলা থেকে বেঁচে যান ডিবিসির প্রতিবেদক মালেক মিঠু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে হামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

মালেক মিঠু বলেন, “আমাদের ওপর ওই স্কুলের প্রধান শিক্ষকসহ চারজন মিলে হামলা করেছে। আহত সাংবাদিকদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করব।”

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলাকারী একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

Link copied!