ভোলার লালমোহন উপজেলায় সড়ক দুর্ঘটনায় হিল্লোল দে (৩০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. হিল্লোল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্র দের ছেলে।
নিহতর স্বজনরা জানান, ভোরে এক নিকট আত্মীয়কে নিয়ে মোটরসাইকেলে করে ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দিয়ে লালমোহনের দিকে যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, “ডা. হিল্লোল দের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”