• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

নীলফামারীতে আসাদুজ্জামান নূরের বাসভবন ভাঙচুর


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৫:৫৬ পিএম
নীলফামারীতে আসাদুজ্জামান নূরের বাসভবন ভাঙচুর
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

নীলফামারীতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাসভবন ও আওয়ামী লীগের দলীয় কার্য়ালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের বড় বাজার এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি চৌরঙ্গী মোড় হয়ে জেলা প্রশাসক চত্বরে অবস্থান নেয়। এ সময় ডিসি অফিসসহ বিভিন্ন স্থাপনায় ইট-পাটকেল ছুঁড়লে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেন।

এ সময় এনটিভির সাংবাদিক ইয়াসিনসহ অন্তত ১৫ আন্দোলনকারী আহত হন। পরে আন্দোলনকারীরা পিছু হটে আবার চৌরঙ্গী মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

পরে আন্দোলনকারীরা সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ফুড অফিসের বাসভবনে ঢুকে ভাঙচুর করেন। এ সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এদিকে এক দফা দাবিতে জলঢাকা, ডোমার ও সৈয়দপুরেও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
 

Link copied!