কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে নুর হাকিম (২৮) নামের এক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, “গ্রেপ্তার আরসা সদস্যর বালুখালী এ/৪০ ব্লকের তজমিরের ছেলে এবং আরসার সক্রিয় সদস্য। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের নতুন রাস্তার মাথা এলাকা থেকে নুর হাকিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































