নওগাঁয় ধামইরহাটে নাহিদ হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল এমকেডিল জব্দ করা হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কোকিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাহিদ হোসেন বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের জাহিদুল ইসলাম বাবুর ছেলে।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী বলেন, “আমাদের জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান চলমান রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী ছাড় পাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।”
ওসি আরও বলেন, “গ্রেপ্তার নাহিদ হোসেনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আসামি পলাতক রয়েছেন।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































