রাজশাহীতে মাদক ও দেশীয় অস্ত্রসহ আশিক রানা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে বাঘা উপজেলার নুরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশিক রানা আড়ানী পৌরসভার নুরনগর এলাকার নাসিরুদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশিক রানার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০০ গ্রাম হেরোইন, ৪টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। পরে আশিককে বাঘা থানায় সোপর্দ করে একটি মাদক করা হয়েছে।