• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

গরু ডাকাতির ঘটনায় আটক ৭


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৮:০০ পিএম
গরু ডাকাতির ঘটনায় আটক ৭

কুষ্টিয়ায় ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল আলম।

এর আগে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এবং গোয়েন্দা পুলিশের টিম ফরিদপুর, মাগুরা, নাটোরে বুধবার (১২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তারা হলেন কাজল হোসেন (২৭), মো. মাসুদ খান (৩৪), মো. বাচ্চু খান (৩০), শাহীন শেখ ওরফে রাকিব (২৫), সিদ্দিক মোল্যা (৬৫), সবুজ মোল্যা(২৪) ও মো. মাসুদ খান (৩২)।

পুলিশ জানায়, গত ২৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়াপাড়া সেতুর পাশে ট্রাক থামিয়ে যাত্রীদের মারার ভয় দেখিয়ে ট্রাকসহ আটটি গরু ডাকাতি করে নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন দেওয়ার পর পুলিশ এসে যাত্রীদের উদ্ধার করে। এদিকে ট্রাকটি বাইপাস সড়কে রেখে গরুগুলো নিয়ে চলে যায় ডাকাতরা। ওইদিন রাতেই একটি মামলা করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিশেষভাবে তদন্ত করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Link copied!