• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্যসহ গ্রেপ্তার ৩


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৬:১০ পিএম
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্যসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন ১৮ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ জলিলের ছেলে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান (২০), আমির হাকিমের ছেলে নুর ইসলাম (৩৫) ও মৃত সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের (৩১)।

এদের মধ্যে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

মো. ফারুক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি শর্টগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!