• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

যে কারণে জামাই-শ্বশুরকে ভারতে যেতে দিল না ইমিগ্রেশন পুলিশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৯:১৪ এএম
যে কারণে জামাই-শ্বশুরকে ভারতে যেতে দিল না ইমিগ্রেশন পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় এক আওয়ামী লীগ নেতা ও তার জামাতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাদের আটকের পর বিকেলে থানা-পুলিশের হাতে সোপর্দ করে।

আটকরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া (৭৪) ও তার জামাতা চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য প্রণব কান্তি বড়ুয়া (৫৩)। মামলা থাকার অভিযোগে তাদের ভারতে যেতে দেওয়া হয়নি।

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মো. খাইরুল আলম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিয়ে দুজনকে আটকের বিষয়ে লেখেন, “ওই দুজনের বিরুদ্ধে মামলা আছে। মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাদের ভারতে যেতে না দিয়ে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

 

Link copied!