• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ১২:৪২ এএম
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় অর্ধ কোটি টাকার মাদকসহ মোহাম্মদ হোসেন মুন্সি নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১২ পিস ক্রিস্টাল মেথ (আইচ) উদ্ধার করা হয়।

হোসেন মুন্সি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দোফল্লা গ্রামের আলী আকবর মুন্সির ছেলে। পুলিশ মাদক পাচারে ব্যবহৃত আলু বোঝাই একটি ট্রাক জব্দ করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। তার সঙ্গে একটি চক্র জড়িত। তাদের গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার মাদক কারবারিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Link copied!