• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৯:৪২ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭

কক্সবাজার সদরের খুরুশকুলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে অস্ত্রসহ করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জসিম উদ্দিন (২৮), নুরুল ইসলাম রাকিব (২২), আব্দুল খালেক ওরফে রুবেল (২৭), মো. আলম মিয়া (২০), মো. আব্দুল্লা (২০), সাইফুল ইসলাম (২৩), রবিউল হাসান (১৯)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ২টি কিরিচ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল ফোন, ৪টি সীম কার্ড এবং ১ হাজার পঁচিশ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিভিন্ন জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Link copied!