• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারীর


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৫:৩০ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারীর
ফাইল ফটো

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৫৭) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত জাহানারা বেগম জেলার মধুখালী উপজেলার বনমালীদিয়া এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৮২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮৭ জন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৫ জন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!