• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

এইচএসসি পরীক্ষায় দুই কলেজের সবাই ফেল


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৯:৫৭ এএম
এইচএসসি পরীক্ষায় দুই কলেজের সবাই ফেল

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়ার দুটি কলেজের কেউ পাস করেনি। শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ ও কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলার শীর্ষ এ শিক্ষা কর্মকর্তা জানান, বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ থেকে ৬ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। দুই কলেজের মোট ১১ জন শিক্ষার্থীর সবাই শুধু ইংরেজি বিষয়ে ফেল করেছে।

হযরত আলী আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠান দুটির অধ্যক্ষর কাছে কারণ দর্শানো হবে। এ বিষয়ে প্রকৃত কারণ খুঁজে দেখা হবে।

Link copied!