• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন আ.লীগ নেতারা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৬:৫৩ পিএম
অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন আ.লীগ নেতারা
ছবি : সংবাদ প্রকাশ

রাজশাহীর মোহনপুরে শেখ রাসেলের জন্মদিন ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের নেতারা।

বুধবার (১৮ অক্টোবর) মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়। এতে দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করেন। এরপর ওই বিদ্যালয়ের মাঠে আয়েন উদ্দিন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হননি।

এ সময় এমপি ছাড়াও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজসহ আরও অনেকে মঞ্চে উপস্থিত ছিলেন।

Link copied!