• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির নেতাকর্মীদের ওপর আ.লীগের বোমা হামলা, আহত ২


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৬:৫০ পিএম
বিএনপির নেতাকর্মীদের ওপর আ.লীগের বোমা হামলা, আহত ২

মাদারীপুরের কালকিনিতে জিয়া পরিষদের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনা সভায় যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নবেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা  ঘটনাস্থানে ছুটে আসেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জিয়া পরিষদের কর্মীসভা সফল করার লক্ষ্যে দুপুরে প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে যাওয়ার সময় এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় পৌঁছলে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বোমা হামলা করেন।

এসময় বিএনপির দুই কর্মী সুজন সরদার (৩২) ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরু বেপারী বলেন, “আমরা নেতাকর্মীদের নিয়ে একটি সভার প্রস্তুতি সভায় যাওয়ার পথে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম মৃধা, সুমন মৃধা, কামাল মৃধা, রিফাত বেপারী, আলিম বেপারী, চান্দু মৃধা ও হেলাল খাসহ প্রায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আমাদের ওপর বোমা হামলা করে। এসময় বিএনপির দুজন কর্মী গুরুতর আহত হন।”

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

Link copied!