• ঢাকা
  • শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সরকারি জায়গায় দখল তিন দোকান ভেঙে দিল প্রশাসন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৪:১৭ পিএম
সরকারি জায়গায় দখল তিন দোকান ভেঙে দিল প্রশাসন

ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন তিনটি দোকান ভেঙে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজারে অভিযান চালিয়ে দোকান ভেঙে দেওয়া হয়।  

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এ সময় সালথা ভূমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার বিশ্বাসসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, ‘‘মাঝারদিয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ওই বাজারের তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পুনরায় যাতে দোকান নির্মাণ না করে সেজন্য দোকান নির্মাণকারীদের সর্তক করা হয়েছে।’’

Link copied!