• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৬:১৯ পিএম
যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

প্রথম স্ত্রীর করা যৌতুক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি লাবলু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) সকালে নড়াইল সদরের রঘুনাথপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লাবলু মোল্যা নড়াইল সদর থানার মাছিমদিয়া গ্রামের মো. ওয়াজদ্দীন মোল্যার ছেলে।

রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপম দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাবলু মোল্যাকে রঘুনাথপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, যৌতুক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Link copied!