• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দুপক্ষের সংঘর্ষ, ৭ মাসের শিশু গুলিবিদ্ধ


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০২:৩৫ পিএম
দুপক্ষের সংঘর্ষ, ৭ মাসের শিশু গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ ৭ মাস বয়সী শিশু তাবাসসুম ও অন্য আহতরা

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাত মাসের শিশুসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় রাসেল (২০) ও আলভী(২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরাঞ্চল আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই গুলিবিদ্ধ জয় মাস্তানের মা শামসুন্নাহার বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

গুলিবিদ্ধরা হলেন, পথচারী মো. জুয়েল ব্যাপারী (২৯), জুয়েলের ভাইয়ের মেয়ে তাবাসসুম (৭ মাস), অটোরিকশা চালক জহিরুল ইসলাম (৩২), জয় মাস্তান (২০), প্রতিপক্ষের আলভি শিকদার (১৭) ও রাসেল শেখ (২৩)।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এসএম ফেরদৌস বলেন, “গুলিবিদ্ধ চারজনের মধ্যে সাত মাসের একটি শিশু রয়েছে।”

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আলী হোসেনের সমর্থক জয় মাস্তান গ্রাম থেকে বিতাড়িত ছিলেন। দীর্ঘদিন পর বুধবার সন্ধ্যার দিকে তিনি গ্রামে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা সুরুজ হোসেনের লোকজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলা শহর থেকে ইজিবাইকে করে জুয়েল তার ভাতিজি তাবাসসুমকে নিয়ে সোলারচর গ্রামে ফিরছিলেন। এ ঘটনায় জুয়েল, শিশু তাবাসসুম ও ইজিবাইক চালক গুলিবিদ্ধ হন।  

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

Link copied!