• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০৭:১২ পিএম
চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় চলন্ত গাড়ি ও একটি রিকশার ওপর কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা হলে তারা জানান, সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে কৃষ্ণচূড়া গাছ গাড়ির ওপর ভেঙ্গে পড়ে। এ সময় গাছের চাপা পড়ে এক রিকশা আরোহী গুরুত্বর আহত হন। এছাড়া ওই রিকশার চালকও আঘাত পেয়েছেন। রিকশার পাশে একটি প্রাইভেট কারে থাকা চালকও আহত হয়েছেন।

শাহাবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ সরকার সাংবাদিকদের বলেন, “এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।”

Link copied!