ফেসবুকে হা-হা রিয়েক্ট দেওয়ায় সহপাঠীকে ছুরিকাঘাত


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৩:৪১ পিএম
ফেসবুকে হা-হা রিয়েক্ট দেওয়ায় সহপাঠীকে ছুরিকাঘাত

রাজশাহীতে ফেসবুকে হা-হা রিয়েক্ট দেওয়ায় তিহাস (২১) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করেছেন তারই সহপাঠী।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

আহত তিহাস রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযুক্ত কলেজছাত্রের নাম কিবরিয়া। তিনিও একই কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, তিহাস সহপাঠী কিবরিয়ার একটি ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দিয়েছিলেন। এরই জের ধরে দুপুরে কিবরিয়া কয়েকজন বহিরাগতকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তিহাসকে ছুরিকাঘাত করেন।

আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজীব জানান, তিহাস ক্লাস শেষ করে মাঠে অবস্থান করেছিলেন। এ সময় কিছু যুবক তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যান।

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। বিষয়টি নিয়ে প্রশাসনের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান।

Link copied!