ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে সড়কের ওপর অজ্ঞাতনামা যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া ধান গবেষণা অফিসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে ব্লু রংয়ের একটি প্যান্ট এবং নীল কালারের একটি গেঞ্জি রয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর থেকে সিআইডির একটি বিশেষজ্ঞ দল এসে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী পরিবহন তার ওপর দিয়ে উঠে চলে গিয়েছিল।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বাকি বলেন, “সংবাদ পেয়ে ভাঙ্গা ধান গবেষণা অফিসের সামনে এক্সপ্রেসওয়েতে ১৮-২০ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করি। আমাদের সঙ্গে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহটি প্যাকেজিং করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































