নোয়াখালীর সদর উপজেলার করিমপুরে পড়ে থাকা একটি কার্টনের ভেতর থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জেলা শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে লাশ দুটো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কার্টনের ভেতর কাঁথা মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার করে।
সুধারাম থানার ইন্সপেক্টর অপারেশন সাবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নবজাতকের লাশগুলো ৬-৭ মাস বয়সি মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক।
সাবজেল হোসেন আরও বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লাশ দুটি কে বা কারা ফেলে গেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































