সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ যমুনা নদীর তীর সংলগ্ন খাষকাউলিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার বিকেলে যমুনা নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হয় ।
উদ্ধার শিশুরা হলো উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের আলমগীর হোসেনর ছেলে হজরত আলী (৭)ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা (৬)। এরা সম্পর্কে আপন চাচাতো ভাই- বোন।
চৌহালী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, বুধবার দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনীকে বাড়িতে যেতে বলে। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগচরে আবারও নদীতে নামে। একপর্যায়ে তারা দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
তবে বৃহস্পতিবার সকালে যমুনা নদী থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। চৌহালী থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর সরকারিভাবে সহায়তার আশ্বাস দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































